ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

‘বুদ্ধিজীবী হত্যার নায়কদের বিচারে জাতি আজ তৃপ্ত’

ইসমাইল হোসেন ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
‘বুদ্ধিজীবী হত্যার নায়কদের বিচারে জাতি আজ তৃপ্ত’ রাশেদ খান মেনন / ফাইল ফটো

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে: বুদ্ধিজীবী হত্যার নায়কদের বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরে জাতি আজ তৃপ্ত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তার সঙ্গে ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।

রাশেদ খান মেনন, বুদ্ধিজীবী হত্যার অন্যতম নায়ক মুজাহিদের (আলী আহসান মোহাম্মদ মুজাহিদ) রায় কার্যকর হয়েছে। জাতি আজ তৃপ্ত। জানুয়ারিতে আরেক বদর নেতা নিজামীর (মতিউর রহমান নিজামী) রায় হবে।

পর্যটনমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের হোতাদের বিচারে শহীদ বুদ্ধিজীবীদের আত্মা ও তাদের স্বজনরা আজ তৃপ্ত। তারা দেখছেন, বাংলাদেশে বিচার হয়, যুদ্ধাপরাধীদের বিচার হয়, হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমআইএইচ/এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।