ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

সাধারণের সারি থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা এরশাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
সাধারণের সারি থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা এরশাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সকাল ৭টা। মানুষের আনাগোনা কেবল শুরু হয়েছে।

মিরপুর ১ নম্বর গোল চত্বর ডাইভারশনে আটকা পড়লো একটা গাড়ি। গ্লাস নামিয়ে হাত উঁচিয়ে নিজেই নিজের পরিচয় দিলেন। তারপরই স্যালুট দিয়ে পুলিশের সবুজ সংকেত।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (১৪ ডিসেম্বর) সাত সকালেই তিনি ছুটে এসেছেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে।

এরপর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রবেশপথের সামনে এরশাদকে দেখা গেলো সাধারণ জনতার সারিতে অপেক্ষমান। ভিভিঅাইপিদের পর শ্রদ্ধা জানাবেন তিনি।

অপেক্ষার এই সময়ে গাড়িতে বসেই জানালা খুলে হাত নাড়ছেন জনতার উদ্দেশ্যে। সাত সকালে নেতাকে পেয়ে উজ্জীবিত নেতাকর্মীরাও। বিভিন্ন শ্লোগানে মুখর কর্মী-সমর্থকরা।

ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর একাত্তরের বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমঅাইএইচ/আরএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।