ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী এবং সমর্থক সংগঠনগুলো।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ধানমণ্ডি-৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানানো হয়।


 
সকাল ৭টা থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবদনের জন্য এসে জড়ো হন। সকাল ৮টা ২২ মিনিটে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে এসে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সকাল ৮টা ২৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

এরপর একে একে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ অঙ্গ-সহযোগী ও সমর্থক সংগঠন এবং আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসইউজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।