ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাংনীতে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
গাংনীতে জামায়াত নেতা গ্রেফতার

মেহেরপুর: নাশকতার মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল খালেককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তেরাইল গ্রামের একটি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।



গাংনী থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, ২০ দলীয় জোটের বিগত হরতাল- অবরোধের সময় গাঁড়াডোব গ্রামে পুলিশের ওপর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় ১৩৯নং আসামি ছিলেন আব্দুল খালেক।

আব্দুল খালেককে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।