ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৫ বছরের জন্য নির্বাচিতরা ১৩ বছর ক্ষমতায়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
৫ বছরের জন্য নির্বাচিতরা ১৩ বছর ক্ষমতায়! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: এক মেয়াদে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে টানা ১৩ বছর ধরে ক্ষমতায় রয়েছেন গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

মঙ্গলবার(১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের চৌমাথা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে এ অভিযোগ করেন নির্বাচন বাস্তবায়ন কমিটির বক্তারা।

 

তাদের অভিযোগ নির্বাচিতরা তাদের ক্ষমতা স্থায়ীকরণের লক্ষে বিভিন্ন কৌশলে নির্বাচন স্থগিত করে রেখেছেন।  

ইউনিয়নগুলো হচ্ছে, ১নং কিশোরগাড়ী, ৩নং পলাশবাড়ী সদর ও ৪নং বরিশাল ইউনিয়ন। ২০০৩ সালে ওই তিনটি ইউনিয়নে সর্বশেষ নির্বাচন হয়।  

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাদশা ও উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, পলাশবাড়ী সদর ইউনিয়নের ১৯টি গ্রাম, বরিশাল ইউনিয়নের রাইগ্রাম এবং কিশোরগাড়ী ইউপির শিমুলিয়া, আন্দুয়া, পলাশগাছী ও রাঙ্গামাটিসহ ২৪টি মৌজা নিয়ে পৌরসভা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে সীমানা নির্ধারণ জটিলতাকে পূঁজি করে ওই জনপ্রতিনিধিরা সুপরিকল্পিত ভাবে আদালতের আশ্রয় নিয়ে দীর্ঘদিন ধরে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেয়নি। ফলে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

তাদের দাবি, হয় পৌরসভা ঘোষণা, নয়তো ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা করা হোক। এ দু’টির একটি ঘোষণা না হলে হরতাল-অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।