ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় ২ সহস্রাধিক বিএনপি কর্মীর আ’লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ২ সহস্রাধিক বিএনপি কর্মীর আ’লীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই সহস্রাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌর মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিএনপি নেতাকর্মীরা স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।



আওয়ামী লীগে যোগদানের তালিকায় জেলা বিএনপির সহ সভাপতি আবদুল ওয়াহিদ খান লাভলু, পৌর কাউন্সিলর কাউসার আহমেদ ও এম এ হাসানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা রয়েছেন।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ সভাপতি পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সহ সভাপতি তাজ মো. ইয়াছিন, মিসেস নায়ার কবির, হেলাল উদ্দিন হেলাল, সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।