ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ময়মনসিংহে ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।



সম্মেলনে মাওলানা তৈয়্যাব হোসাইনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আবু তাহের খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক এহতেশাম সারোয়ার, মাও. জুনায়েদ বিন গুলজার, মাও. আলতাফ হোসাইন, ইত্তেফাকুল ওলামা নেতা মাও. মনসুরুল হক খান, মাও. আবু সায়েম খান, মুফতি শরীফুর রহমান ও শেখ ফিরোজ আহাম্মদ প্রম‍ুখ।    

পরে সম্মেলন শেষে মুফীত মাও. তৈয়্যব হোসাইনকে সভাপতি ও হাফেজ  মাও. আবু তাহের খানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইসলামী ঐক্যজোটের জেলা কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

এসময় মুফতি সাদেকুর রহমান রাশেদকে আহ্বায়ক, শেখ ফিরোজ আহাম্মদকে যুগ্ম আহব্বায়ক ও মুফতি শরীফুর রহমানকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট মহানগর কমিটিও ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।