ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাংনীতে ছাত্রলীগের নতুন কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
গাংনীতে ছাত্রলীগের নতুন কমিটি গঠন তৌহিদুল ইসলাম তৌহিদ ও বিপ্লব হোসেন

মেহেরপুর: তৌহিদুল ইসলাম তৌহিদকে সভাপতি ও বিপ্লব হোসেনকে সাধারণ সম্পাদক করে মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে জেলা ছাত্রলীগ সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আসাদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাবীব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রতন, মুনতাছির মৃদুল ও মো. হাছিব। কমিটির অন্য সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়নি।

আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। সদ্য‍ বিলুপ্ত কমিটির সভাপতি  ছিলেন হাসান রেজা সেন্টু ও সাধারণ সম্পাদক ছিলেন বিপ্লব হোসেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।