ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লালপুরে আ.লীগ কার্যালয়ে হামলা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
লালপুরে আ.লীগ কার্যালয়ে হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী রোকসানা মোর্তুজা লিলির কর্মী-সমর্থকরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।



স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী লিলির কর্মী-সমর্থকরা বিএনপির কর্মীদের মারধর করে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল আলম মেয়র প্রার্থী লিলির সমর্থক জাহারুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেন।

এ ঘটনায় লিলির লোকজন দুপুরে বিক্ষোভ মিছিল বের করে।
একপর্যায়ে তারা নির্বাচনে ভালোভাবে কাজ না করার অভিযোগে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ সময় সেখানে থাকা লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব হোসেন পালিয়ে রক্ষা পান।

লালপুর থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বাংলানিউজকে জানান, এ ঘটনার পর পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।