ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাংনীতে বিএনপির ১১ নেতাকর্মীর আ’লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
গাংনীতে বিএনপির ১১ নেতাকর্মীর আ’লীগে যোগদান

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভা বিএনপির ২ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ও ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোবারক আলীসহ ১১ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের বাসভবনে তার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দলে যোগ দেন তারা।



আওয়ামী লীগে যোগ দেওয়া অন্যরা হলেন- ৮ নং ওয়ার্ডের আবু তালেব, আলাউদ্দীন আহমেদ, খেড়ু মিয়া, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, বল্টু মিয়া, ইলিয়াস আলী, পটল মিয়া ও জাহাঙ্গীর আলম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়া জান আলী, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব আলী, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মটর শ্রমিক ইউনিয়নের গাংনী উপজেলা শাখার সভাপতি জমির উদ্দীন, শ্রমিক লীগ নেতা বানারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী, হাফিজুর রহমান বাবু, জেলা যুবলীগের সহ-সভাপতি সাহিদুর রহমান শিপু, ফয়শাল আহমেদ সাগর, রাইপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুবলীগ নেতা আসাদুজ্জামান, শামীম, ছাত্রলীগ নেতা ইমরান হাবীব, যুবলীগ নেতা ইউনুস আলী, গাংনী প্রগতি ক্লাবের সভাপতি মজনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।