ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা কলেজে পুলিশি অভিযান, আটক ২৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ঢাকা কলেজে পুলিশি অভিযান, আটক ২৩

ঢাকা: ঢাকা কলেজের বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) দিনগত মধ্যরাত থেকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এ সময় হলগুলোর বিভিন্ন কক্ষ ও আশেপাশের এলাকা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সাগর বাংলানিউজকে জানান, হলগুলোতে অভিযান চালিয়ে মোট ২৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১০ জন কলেজের শিক্ষার্থী নয়। বাদবাকিরা কলেজের ছাত্র হলেও হলে অ্যালটেড না। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের প্রক্টোরের সঙ্গে পুলিশের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের সময় আটককৃতদের মধ্যে যাদের সঠিক কাগজপত্র পাওয়া যাবে, তাদের ছেড়ে দেওয়া হবে। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রুহুল আমিন সাগর।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এনএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।