ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিসিসি নির্বাচন

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে মঞ্জুরের শঙ্কা

চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুন ১৫, ২০১০

চট্টগ্রাম : সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম।

আজ মঙ্গলবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় উপস্থিত সাংবাদিকদের কাছে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।



আসন্ন সিটি  কর্পোরেশন নির্বাচন নিয়ে তার প্রত্যাশার কথা জানতে চাইলে মঞ্জুর আলম জানান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সন্ত্রাসমুক্ত নির্বাচনই তার কাম্য। তবে বিভিন্ন স্থানে তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করাসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঞ্জুর আলম জানিয়েছেন, বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকরা টেলিফোন করে হয়রানির কথা জানাচ্ছেন।

এ ব্যাপারে তিনি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিষয়টি নিয়ে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৩৭ ঘণ্টা, ১৫ জুন ২০১০
প্রতিনিধি/এএইচএস/জেএম    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।