ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি

কেক কাটা ও আলোচনা সভায় থাকবেন খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
কেক কাটা ও আলোচনা সভায় থাকবেন খালেদা

ঢাকা: বিএনপির সহযোগী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ জানুয়ারি। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল।

 

১ জানুয়ারি বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে রাত ১২টা ০১ মিনিটে প্রথম প্রহরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে কেট কাটা হবে।

আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

বাংলানিউজকে কর্মসূচির তথ্য জানিয়ে ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করার জন্য ইতোমধ্যে অনুমতি পেয়েছি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।