ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন খালেদা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান’ নামে ডাইরেক্টরির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ওবায়দুল মোকতাদির চৌধুরী। রাজধানী ঢাকা থেকে প্রকাশিত বৃহত্তর কুমিল্লার মুখপাত্র ‘পাক্ষিক কুমিল্লা পরিক্রমা’ পত্রিকার দশম বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক জাহাঙ্গীর আলম ডাইরেক্টরিটি প্রকাশ করেছেন। এতে বৃহত্তর কুমিল্লার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, সাংবাদিক, সমাজসেবকদের ছবিসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ছাপা হয়েছে।

কামরুল ইসলাম বলেন, শহীদদের সংখ্যা নিয়ে পাকিস্তান বরাবরই বিভ্রান্তি ছড়িয়ে আসছে। খালেদা জিয়ার কথায় তারই প্রতিধ্বনি পাওয়া গেলো। খালেদা জিয়া পাকিস্তানের আইএসআই’র এজেন্ট হয়ে কাজ করছেন, স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ‍তার স্বামী জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হয়ে মুক্তিযুদ্ধে অনুপ্রবেশ করেছিলেন। খালেদা জিয়া এখন পাকিস্তানের পক্ষে সেই কাজটাই করছেন।

খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছেন, তিনি আগামী পৌরসভা নির্বাচনকে ঘায়েল করবেন। অর্থাৎ তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করার পরিবর্তে কী করে দেশে অরাজকতা সৃষ্টি করা যায় সেই ভিশন নিয়ে ষড়যন্ত্র পাকাচ্ছেন। কিন্তু তার সে স্বপ্ন সফল হবে না।

এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।


খাদ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিরোধীরা আবার সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীকে নিয়ে দেশের কবি-সাহিত্যিক-সাংবাদিক-বুদ্ধিজীবীসহ ৩০ লাখ মানুষকে হত্যা করেছিলো। তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যেমন স্বাধীনতা এনেছি, সেই মনোবল নিয়ে মুক্তিযুদ্ধবিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ড. মুহম্মদ শামসুল হক ভুঁইয়া এমপি, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহম্মদ শফিকুর রহমান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫/আপডেট: ১৭০২ ঘণ্টা
এসএস/এসএস/আরএম
 

 

** মুক্তিযুদ্ধবিরোধীরা আবার সক্রিয় হচ্ছে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।