ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীর এমপি রহিম উল্যাহর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ফেনীর এমপি রহিম উল্যাহর বিরুদ্ধে মামলা

ফেনী: ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ ও তার এপিএস মাসুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ম্যাজিস্ট্রেট রাজেস চৌধুরীর সোনাগাজী আমলি আদালতে এ মামলা দায়ের করেন শহীদুল ইসলাম নামে এমপির এক আত্মীয়।



বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, পদ্মাসেতু প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে এমপি হাজী রহিম উল্যাহ স্থানীয় বেশ কয়েকজন যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। চাকরি না পেয়ে তারা এমপির কাছে ওই টাকা ফেরত চাইলে এপিএস মাসুদ তাদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখান।

ফলে মঙ্গলবার এমপির স্ত্রীর ফুফাতো বোনের স্বামী শহীদুল ইসলাম বাদী হয়ে হাজী রহিম উল্যাহ ও এপিএস মাসুদকে আসামি করে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।