ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে শিবির ক্যাডার রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
না’গঞ্জে শিবির ক্যাডার রিমান্ডে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড থেকে গ্রেফতার হওয়া ‘শিবির ক্যাডার’ সাফায়েত উল্লাহকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে হাজির করে ফতুল্লা মডেল থানা পুলিশ।



নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সাফায়েত উল্লাহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বারইতল এলাকার  মৃত আতারেরুজ্জামান ওরফে আতারের রহমানের ছেলে। গত ২০ ডিসেম্বর সকালে র‌্যাব-১১’র সদস্যরা তাকে আটক করে। পরে নাশকতার বিভিন্ন অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।