ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাকিস্তানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
পাকিস্তানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন খালেদা ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কণ্ঠ মিলিয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশ ট্যারিফ কমিশন আয়োজিত বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অ্যান্টি ডাম্পিং, কাউন্টার ভেইলিং ও সেইফগার্ড মেজার্স’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।



তোফায়েল আহমেদ বলেন, ‘বিজয়ের এ মাসে তিনি (খালেদা) বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ নিয়ে নাকি প্রশ্ন আছে, পাকিস্তানও তাই বলে। পাকিস্তান বলেছে- যুদ্ধাপরাধীদের বিচার নাকি ঠিক হয়নি, খালেদা জিয়াও তাই বলেছেন। খালেদা জিয়া পাকিস্তানের কণ্ঠে, কণ্ঠ মিলিয়েছেন। এরা পাকিস্তানি। ’

বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি (খালেদা) এ দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাই ভেবেছিলাম তার কিছু জ্ঞান-বুদ্ধি আছে। জাতির পিতা নাকি মুক্তিযুদ্ধ চাননি। কতবড় মিথ্যাচার, তা বাংলার মানুষ জানে।

বাণিজ্যমন্ত্রী বলেন, যে বাংলাদেশ শূন্য থেকে যাত্রা শুরু করেছিলো, সেই দেশ নিয়ে গবেষকরা এখন বলছেন, এ দেশ আগামীতে অর্থনীতির দিক থেকে আরও এগিয়ে যাবে। আমরা আগে কাগজ আমদানি করতাম, আর এখন তা রফতানি করি, সিমেন্টও রফতানি করছি।

কর্মশালায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এ টি এম মুর্তজা রেজা চৌধুরী বলেন, বাংলাদেশ ট্যারিফ কমিশন শিল্প সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। এটি ব্যবসায় সংক্রান্ত ৭৫ শতাংশ কাজ করছে। সব কিছু বিবেচনায় ট্যারিফ কমিশন সরকারের ‘থিঙ্ক ট্যাঙ্ক’ হিসেবে কাজ করছে।

ব্যবসায়ীরা একটি দেশের প্রাণ। তাদের এসব বিষয় জানা থাকলে শিল্প সম্প্রসারণে সহায়তা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ, সিনিয়র বাণিজ্য সচিব জেদায়েতুল্লাহ আল মামুনসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।