ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির সংশয় প্রকাশ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির সংশয় প্রকাশ

ঢাকা: বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বসা বৈঠক শেষ হয়েছে।  

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।



বৈঠক শেষে ড. মঈন খান সাংবাদিকদের বলেছেন, আসন্ন পৌর নির্বাচন, দেশের গণতন্ত্র এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। ইসি সরকারের মন্ত্রী, এমপি এবং দলীয় লোকদের কাছে অসহায়। মন্ত্রীরা হেলিকপ্টার নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সরকার দলীয় লোকজন বিএনপি প্রার্থীদের ওপর হামলা করছে, মামলা দিয়ে হয়রানি করছে।

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, দেশের জনগণের জন্য, গণতন্ত্র পূনরুদ্ধারের স্বার্থে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে সরকার। আসন্ন পৌরসভা নির্বাচন যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত হয় সেজন্য কূটনীতিকদের ভূমিকা রাখান আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত, পাকিস্তান, তুর্কি, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির ডেপুটি রাষ্ট্রদূত, আমেরিকা, যুক্তরাজ্য, জাপান, ভারত, নেপাল, সুইডেনের পলিটিক্যাল সেক্রেটারিরা উপস্থিত ছিল।

আর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিল, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, আসাদুজ্জামান রিপন, ইনাম আহমেদ চৌধুরী, জেবা আহমেদ খান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।