ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে যুবলীগ কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সিলেটে যুবলীগ কর্মী গ্রেফতার

সিলেট: সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে কালা ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর ফারুক নিজেকে যুবলীগকর্মী হিসেবে দাবি করেছেন বলে বাংলানিউজকে জানান, সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।



বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জিন্দাবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলা, দুই ব্যবসায়ী ভাইকে ছুরিকাঘাতের মামলার আসামি কালা ফারুক। এছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে তাসলিম আহমেদ নামে বিআরটিএর এক কর্মকর্তাকে নগরীর তালতলা গুলশান হোটেলের সামনে থেকে অপহরণের চেষ্টা করে কালা ফারুকসহ কয়েকজন। এ ঘটনায় থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এনইউ/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।