ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী প্রচারণায় নামছেন ফখরুল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
নির্বাচনী প্রচারণায় নামছেন ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: পৌর নির্বাচনে নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচরাণায় নামছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন।



বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে ঢাকার উত্তরার বাসা থেকে রওয়ানা দেন।

জানা যায়, প্রথমে তিনি সৈয়দপুর গিয়ে প্রচারণা শুরু করবেন। পরে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া হয়ে ফিরবেন ঢাকায়।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এমএম/এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।