ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ২১ কর্মী-সমর্থক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ২১ কর্মী-সমর্থক আটক

মেহেরপুর: নাশকতা প্রতিরোধে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাসন হাবীব, গাংনী থানার ওসি আকরাম হোসেন ও মুজিবনগর থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযানে অংশ নেন।



মেহেরপুর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নাশকতা প্রতিরোধের অভিযানের অংশ হিসেবে গতরাতে জেলার তিনটি উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় বিএনপির ১৫ ও জামায়াতের ছয় কর্মী-সমর্থককে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। সবাইকে আদালতে  সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।