ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে যুব-কৃষকলীগের ৭ জন বহিষ্কার, কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
খাগড়াছড়িতে যুব-কৃষকলীগের ৭ জন বহিষ্কার, কমিটি বিলুপ্ত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জেলা কৃষকলীগ ও যুবলীগের ৭ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পৌর যুবলীগের ৩১ সদস্যের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


 
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পৌর নির্বাচনে দলীয় প্রার্থী থাকার পরও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের পক্ষে কাজ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবুল কাশেম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব, সহ অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য আবুল কালাম আজাদ, বোরহান উদ্দিন এবং পৌর যুবলীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন টিটু ও সদস্য সবুজ দে।

সংবাদ সম্মেলনে জেলা যুবলীগ সভাপতি যতন ত্রিপুরা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা বলেন, জেলা আওয়ামী লীগসহ অন্য যে সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দল বিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে শিগগিরই কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।