ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন এরশাদ হুসেইন মুহম্মদ এরশাদ/ফাইল ফটো

ঢাকা: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বাণী দিয়েছেন। এতে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক লিখিত বিবৃতিতে তিনি শুভেচ্ছা জানান।

পৃথক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধদলীয় নেতা রওশন এরশাদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি ও প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।