ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আটক এনামুল হক সেলিম

হবিগঞ্জ: পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে শহরের সিনেমা হল এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।



স্থানীয়রা জানায়, গভীররাতে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আব্দুল করিম ও ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের সিনেমা হল এলাকার বাসা থেকে অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে আটক করে।

এসআই ওমর ফারুক বাংলানিউজকে জানান, পৌরসভা নির্বাচনে সম্ভাব্য নাশকতা এড়াতে এনামুল হক সেলিমকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।