ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নড়াইলে এমপি কবিরুল হকের অফিস ভাঙচুর, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
নড়াইলে এমপি কবিরুল হকের অফিস ভাঙচুর, আহত ৩

নড়াইল: নড়াইল-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তির নিজস্ব অফিসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় প্রায় আধাঘণ্টা এমপি তার অফিসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।



খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
বৃস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় এমপির গাড়িচালক মিজান ছাড়াও রিয়াজ ও এনায়েত নামে আরো দু’জন আহত হন।

কবিরুল হক মুক্তি বাংলানিউজকে বলেন, রাতে তিনি কালিয়া শহরে তার নিজস্ব অফিসে অবস্থান করছিলেন। এসময় কালিয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থকেরা মিছিল নিয়ে আমার অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ইট-পাটকেল ছুড়ে হামলা ও ভাঙচুর চালায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।