ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাটিরাঙ্গায় নজরুল হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
মাটিরাঙ্গায় নজরুল হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. নজরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রবিউল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিউল উপজেলার আদর্শ গ্রামের হাবিব উল্লাহর ছেলে।

এ নিয়ে কৃষক দলের নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হলো।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন টিটু বাংলানিউজকে জানান, এরআগে গ্রেফতারকৃত মীর হোসেন মিরুর ১৪৪ ধারায় স্বীকারোক্তি অনুযায়ী রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে আদর্শ গ্রাম এলাকায় দৃর্বৃত্তদের হামলায় নিহত হন নজরুল ইসলাম।

নজরুলকে বিএনপি উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি দাবি করেছে। তবে আওয়ামী লীগের দাবি নজরুল ২০১৪ সালের ১১ নভেম্বর যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।