ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘সেনাবাহিনী ছাড়া আস্থা নেই বিএনপির’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
‘সেনাবাহিনী ছাড়া আস্থা নেই বিএনপির’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সেনাবাহিনী ছাড়া আর কোনো বাহিনীর ওপর বিএনপির আস্থা নেই বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক দল এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, বিজয় ছিনিয়ে নিতেই পৌর নির্বাচনে সরকার সেনাবাহিনী মোতায়েন করতে চাচ্ছে না। কিন্তু সেনাবাহিনী মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই।

নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, কেন সেনাবাহিনী দেবেন না? সেনাবাহিনীকে আমরা বিশ্বাস করি, আপনারা কেন বিশ্বাস করেন না? জাতির প্রয়োজনে যদি সেনাবাহিনী কাজে না লাগে, তবে জনগণের টাকা দিয়ে এতো বড় বাহিনী কেন রাখা হয়? সেনাবাহিনী মোতায়েন করা হোক। কারণ সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে।
 
সরকারকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন বলেন, সেনাবাহিনী ছাড়া আর কোনো বাহিনীকে আমরা বিশ্বাস করি না। নির্বাচন কমিশন তো নয়ই, এমনকি পুলিশ, বিজিবি,র‌্যাবের প্রতিও আমাদের কোনো আস্থা নেই।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার বিশেষ দূত (হুসেইন মুহাম্মদ এরশাদ) যেখানে বলেছেন সকাল ৯টার আগেই নির্বাচন শেষ হয়ে যাবে, সেখানে এ নির্বাচন কেমন হবে তা বুঝে নিন!

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ফারুক বলেন, ঝিমিয়ে ছিলাম ঝিমিয়ে আছি। মামলা-হামলা, নির্যাতন কতো সহ্য করা যায়! আমার ওপর আক্রমণ হয়েছে, আরো হবে।
 
নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সময় খুব কাছে। তাছাড়া নির্বাচনে যেহেতু এসেছি, ফিরে যাবো না। ভোটগণনা পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবো।
 
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ এসময় নির্বাচন কমিশনারকে সুষ্ঠু ও নিরপেক্ষ পৌর নির্বাচন করে উদাহরণ সৃষ্টির আহ্বান জানান।
 
আয়োজক সংগঠনের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ, জাতিয়তাবাদী নাগরিক দলের সাধারণ সম্পাদক মো. জাবেদ ইকবালসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এমএইচপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।