ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধুনটে যুবলীগ নেতা কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ধুনটে যুবলীগ নেতা কারাগারে বনি আমিন মিন্টু

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়।



এর আগে, দুপুর ২টার দিকে ধুনট শহরের সরকারি স্টাফ কেয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

যুবলীগ নেতা বনি ধুনট সদরপাড়ার মতিয়ার রহমানের ছেলে ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বনির বিরুদ্ধে ২০০৬ ও ২০০৭ সালের রাজনৈতিক মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া ২০১৫ সালে প্রতারণার অভিযোগে আরও দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।