ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শ্রীপুরে জামায়াতের কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
শ্রীপুরে জামায়াতের কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

গাজীপুর: শ্রীপুর পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও শ্রীপুর উপজেলা জামায়াতের রোকন মোবারক হোসেন শ্যামলকে (ডালিম প্রতীক) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার চন্নাপাড়া এলাকায় প্রচারণার সময় তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন শ্যামল পৌর এলাকার বেড়াইদের চালা গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবর রহমান জানান, জামায়াতের কাউন্সিলর প্রার্থী শ্যামলের বিরুদ্ধে নাশকতার মামলাসহ প্রায় ৮/১০টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪২, ডিসেম্বর ২৬, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।