ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পৌরসভা নির্বাচন

‘ভোটের আগের দিন থেকে কেন্দ্র পাহারা দিন’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
‘ভোটের আগের দিন থেকে কেন্দ্র পাহারা দিন’ রুহুল কবির রিজভী

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রতি ভোটের আগের দিন থেকে সারাদেশের সবগুলো ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।



তিনি বলেন, সারা দেশে বিএনপি প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। এই সরকারের নিপীড়ন ও নির্যাতন মাত্রা ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশও হিংস্র হয়ে উঠেছে। সন্দ্বীপে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এছাড়া নেত্রকোনায় তিনজন, চট্টগ্রামে ৭৭ জন, যশোরে ৫৬ জন ও গাইবান্ধায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, পৌরসভা নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে, ততোই সরকার ও পুলিশের নির্যাতন বাড়ছে। নির্বাচন কমিশনও আলাল-দুলালের মতো সরকারের নির্দেশে সবকিছু করছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। সেই সঙ্গে খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সব ধরনের মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।