ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার বক্তব্য প্রত্যাহার চেয়ে বরগুনায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
খালেদার বক্তব্য প্রত্যাহার চেয়ে বরগুনায় বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে প্রজন্ম ৭১ ও চেতনায় মুক্তিযুদ্ধ প্রজন্মের  ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ, এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, মুক্তিযোদ্ধা কমরেড হালিম, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ বরগুনা জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিয়ার রহমান, এনজিও ফোরামের সিনিয়র সহ সভাপতি শামসুদ্দিন সানু, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, খেলাঘরের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন হালদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।