ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অভয়নগরে আ.লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
অভয়নগরে আ.লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর: যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবসহ আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সুশান্ত দাস শান্ত বাদী হয়ে এ মামলা করেন।



অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।

মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ওসি জানান, শুক্রবার বিকেলে নওয়াপাড়া বাজারে আওয়ামী লীগ মনোনীত মেয়র সুশান্ত দাস শান্ত’র কর্মীসভা ছিল। এ দিন বিকেলে বাস্তুহারা লীগ কর্মীরা ওই কর্মীসভায় যাওয়ার পথে সাবেক হুইপের লোকজন তাদের ওপর হামলার চালায়। একারণে মামলাটি দায়ের করেছেন সুশান্ত দাস শান্ত।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।