ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভূঞাপুর উপজেলা আ.লীগের ৩ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
ভূঞাপুর উপজেলা আ.লীগের ৩ নেতা বহিষ্কার

টাঙ্গাইল: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদের পক্ষে কাজ না করে বিরোধিতা করায় উপজেলা আ.লীগের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এরা হলেন-ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও মিনহাজ উদ্দিন।



টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

শনিবার(২৬ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বহিষ্কারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।