ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শৈলকুপায় শ্রমিকদল নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
শৈলকুপায় শ্রমিকদল নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা পৌর শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক কুতুব আলমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
 
শনিবার (২৬ ডিসেম্বর)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাবিবপুর মোড়ে এ ঘটনা ঘটে।


 
স্থানীয়রা জানায়, শৈলকুপা পৌর নির্বাচনে খলিলুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন কুতুব আলম। এ সময় ৪/৫ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।  
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, হাবিবপুর মোড়ে গোলযোগের কথা শুনেছি।
 
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মশিউর রহমান ঘটনার প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।