ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার (২৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



এর মধ্যে কোটচাঁদপুর উপজেলায় চারজন ও ঝিনাইদহ সদর উপজেলায় দুই জন।

আটক ব্যক্তিরা হলেন, কোটচাঁপুর উপজেলার সলেমানপুর গ্রামের আল ইমরান রাজা (৪০), একই গ্রামের ছামেদ সর্দ্দারের ছেলে জামান হোসেন (৩৫), বড় রামুদা গ্রামের ইমদাদুল হক (৬০) ও রকিব উদ্দিনের ছেলে মুরাদ কবীর (৩০), ঝিনাইদহ সদরের নাটাবাড়ীয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে বিল্লাল হোসেন রনি (২৪) ও খাজুরা গ্রামের সিদ্দিকুর রহমান (৫০)।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।