ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদা বোমাবাজদের প্রধান পৃষ্ঠপোষক’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
‘খালেদা বোমাবাজদের প্রধান পৃষ্ঠপোষক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বোমাবাজদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান মাহামুদ।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যাকারী ইসলামের অন্তর্ভুক্ত নয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি এ সভার আয়োজন করেছে।

৭১’র ঘাতক এবং বিএনপি এক ও অভিন্ন মন্তব্য করে হাসান মাহমুদ বলেন, অনেক আগে থেকেই বিএনপি বোমাবাজদের আশ্রয় দিয়ে আসছে। তারা এই বোমা নিক্ষেপ করে মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করে না। আর এই বোমাবাজদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন খালেদা জিয়া।
 
তিনি বলেন, আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বিভিন্ন দেশকে ধ্বংস করা হচ্ছে। বিএনপিও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে তারা।

হাসান মাহমুদ আরও বলেন, গণহত্যা নিয়ে পাকিস্তান প্রথম অস্বীকার করেছে, তাদের সঙ্গে সুর মিলিয়ে বিএনপিও অস্বীকার করছে। বিএনপি বাংলাদেশের পক্ষে কখনো ছিল না। ৭১’র ঘাতক এবং বিএনপি এক ও অভিন্ন।

তিনি আরও বলেন, ইসলাম কখনো জঙ্গি, সন্ত্রাস সমর্থন করে না এবং করবেও না। তাই ইসলামের নামে কেউ যদি এধরনের সন্ত্রাসী কাজ করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
 
সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আয়োজক সংগঠনের মহাসচিব মাওলানা শরীফুর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
একে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।