ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইসি আ.লীগের হয়ে কাজ করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
ইসি আ.লীগের হয়ে কাজ করছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তাই বর্তমান সরকারের সময়ে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।



রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বচনের নামে প্রহসন করার চেষ্টা দুঃখজনক। তাই পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। ‍

হাফিজ বলেন, নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে পরাজয়ের আশঙ্কায় আওয়ামী লীগ কর্মীরা আতঙ্কের সৃষ্টি করছে। সরকার যতই নীলনকশা করুক না কেন বিএনপি শেষ পর্যন্ত মাঠেই থাকবে। প্রয়োজনে সব অনিয়মের প্রতিবাদে জনগণকে নিয়ে প্রতিহত করবে।
 
তিনি দাবি করেন, পৌর নির্বাচন সুষ্ঠু হলে ভোলায়  বিএনপির প্রার্থীরা জয়লাভ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক ও মেয়র প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাজাহুরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।