ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদার মন্তব্য আদর্শিক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
‘খালেদার মন্তব্য আদর্শিক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদর্শিকভাবে জেনে-বুঝেই শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করেছেন।
 
রোববার সন্ধ্যায় (২৭ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।



আসন্ন পৌর নির্বাচনে সরকার কোনো হস্তপেক্ষপ করছে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শিল্পকলার জাতীয় চিত্রশালা ভবনে নেটটিভিটোয়েন্টিফোর নামে একটি অনলাইন টেলিভিশন গুণীজন সম্মাননা ও চিত্র প্রদর্শনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এর আগে মন্ত্রী চিত্র প্রদশর্নী ঘুরে দেখেন।
 
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।