ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর / ফাইল ফটো

ঢাকা: পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি- এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



বিএনপির কয়েক নেতাকে হত্যা ও হুমকির অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সারাদেশে পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকার সমর্থকরা বিএনপির প্রার্থীর ওপর হামলা করছে। প্রায় ৬ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে পৌর নির্বাচনে বিএনপির জয় ছিনিয়ে নেওয়া।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা উন্নয়নের নামে লুটপাট করছে, রাষ্ট্রীয় তহবিল ফাঁকা করছে। দেশের জনগণ শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে।

কৃষকরা আজ অসহায়, ধানের দাম বাড়ছে না। একমাত্র জিয়াউর রহমানই কৃষকদের উন্নয়নে কাজ করেছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দল নেতা তকদীর হোসেন জসীম ও নাজিমুদ্দীন মাস্টার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এমএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।