ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
কিশোরগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জ: নাশকতার পরিকল্পনা করার সময় কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ বিলপাড়ায় অভিযান চালিয়ে ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটক নেতাকর্মীরা হলেন-জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহাঙ্গীর আলম এবং সদস্য মঞ্জুরুল ইসলাম, আলী হোসেন রনি, খাইরুল ইসলাম ও ফাইজুল আমিন।

তারা বত্রিশ বিলপাড়ার আক্কাস আলী নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শিবির নেতা জাহাঙ্গীর আলমসহ ওই পাঁচজন ভাড়া বাসায় বসে  নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়।

এ অভিযানে বেশকিছু বই, পোস্টার, সিডি, মোবাইল ফোন ও লিফলেট পাওয়া গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।