ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বুধবার সন্ধ্যায় ২০ দলের বৈঠক ডেকেছেন খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বুধবার সন্ধ্যায় ২০ দলের বৈঠক ডেকেছেন খালেদা

ঢাকা: ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।



পৌর নির্বাচনে ভোটগ্রহণ শেষে বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানায়, ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্যই এ বৈঠক আহ্বান করা হয়েছে।

এদিকে নির্বাচনের দিন (৩০ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বিএনপির একটি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনে থাকবে বলেও সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এমএম/আরএম



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।