ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি অফিসে নেতাকর্মীদের মধ্যে মারামারি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বিএনপি অফিসে নেতাকর্মীদের মধ্যে মারামারি

ঢাকা: নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে পটু, ফিরোজ ও নজরুলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা পৌন ১২টায় এ ঘটনা ঘটে।



সংবাদ সম্মেলনের নিউজ সংগ্রহ করতে গিয়ে সরেজমিনে এ চিত্র লক্ষ্য করা যায়।

পরে ঘটনাস্থলে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসে তাদের থামিয়ে দেন। থাম‍ানোর এক পর্যায়ে তাদের মধ্যে আবার মারামারি শুরু হয়। পরে তাদের বসিয়ে দেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায়  সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।