ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুয়াকাটায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
কুয়াকাটায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫ ছবি: প্রতীকী

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটার মেলাপাড়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় দলের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে রফিকুল ইসলাম (৩০) এবং দুলাল হাওলাদার (২৫) নামে আওয়ামী লীগের দুই সমর্থককে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া বিএনপির সমর্থকরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটার মেলাপাড়া এলাকা দিয়ে বিএনপির সমর্থকরা হেঁটে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের সমর্থকরা ধর ধর বলে তাদের ধাওয়া করে। পরে এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের পাঁচজন কম বেশি আহত হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।