ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বহিষ্কার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাদলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নেতাকর্মীদের হামলা, মামলা ও নির্যাতনের সময় তাজুল ইসলাম বাদল তাদের পাশে দাঁড়াননি। কোনো কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেননি।
সর্বশেষ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে আওয়ামী লীগের একাংশের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

তাই শৃঙ্খলাভঙ্গের কারণে গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।