ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সাবেক এমপি নজমুল হুদার ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বিএনপির সাবেক এমপি নজমুল হুদার ইন্তেকাল ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ এম নজমুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সোয়া ২টার দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এ এফ এম নজমুল হুদা দীর্ঘদিন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক জানান, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি চত্বরে।

এরপর দুপুর ২টায় গৌরীপুর খেলার মাঠে তৃতীয় জানাজা ও বাদ আসর নিজ গ্রামের বাড়ি উপজেলার মূলাকান্দি গ্রামে চতুর্থ জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

এদিকে, তার মৃত্যুতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।