ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র ফিরিয়ে আনা নতুন বছরে বিএনপির চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
গণতন্ত্র ফিরিয়ে আনা নতুন বছরে বিএনপির চ্যালেঞ্জ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনা নতুন বছরে বিএনপির চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
শুক্রবার (০১ জানুয়ারি) সকালে ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তিনি।



মির্জা ফখরুল বলেন, ২০১৬ সালের প্রথম দিনে আমরা প্রত্যাশা করছি গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। এ বছর ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে পরাজিত করে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হবে, গণতন্ত্রের জয় হবে।
 
নতুন বছরে জনগণের বিজয় সূচিত হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে- বলেন তিনি।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ-সভাপতি আজমল হোসেন পাইলট প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
টিএইচ/এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।