ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে র‌্যালি থেকে ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
পিরোজপুরে র‌্যালি থেকে ছাত্রদল নেতা গ্রেফতার বদিউজ্জামান শেখ রুবেল

পিরোজপুর: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে পিরোজপুরে পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান শেখ রুবেলকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০২ জানুয়ারি) বেলা ১২টায় শহরে জেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালি বের হলে র‌্যালিটি পণ্ড করে দিয়ে রুবেলকে গ্রেফতার করে পুলিশ।



তিনি পৌর শহরের মধ্যরাস্তা এলাকার আসলাম শেখের ছেলে।

ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা শেষে বেলা ১২টার দিকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের রোজ গার্ডেন হোটেলের সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয় ও রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, রুবেল কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এতোদিন তিনি পলাতক ছিলেন। রুবেলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।