ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয় ‘দখলে‘ যাচ্ছে ‘আসল বিএনপি’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
কেন্দ্রীয় কার্যালয় ‘দখলে‘ যাচ্ছে ‘আসল বিএনপি’ ফাইল ফটো

ঢাকা: দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ‘দখল’ করতে চাইছে ‘পুনর্গঠনের নেতা’ কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল বিএনপি’। ‘আসল বিএনপি’র প্রায় দেড়শ’ নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ের অদূরে পল্টন টাওয়ারের সামনে অবস্থান করছে।



কেন্দ্রীয় কার্যালয় দখলে শনিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির পুনর্গঠনের নেতা কামরুল হাসান নাসিমের নেতৃত্বে প্রায় দেড়শ’ নেতাকর্মী পল্টন টাওয়ারে সামনে জড়ো হন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর প্রতিবেদনটি লেখার সময় ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওয়ানা হয়েছে। হাতে লাঠি-সোটা ও মাথায় পতাকাধারী এ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে কার্যালয় দখলের কথা বলছেন। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের সঙ্গে কড়া প্রহরায় আছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।