ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

জাপা মহাসচিবের বাবার ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, জানুয়ারি ৬, ২০১৬
জাপা মহাসচিবের বাবার ইন্তেকাল

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বাবা ডা. আবুল কাশেম ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) মধ্যরাতে ব্যাংককের বার্মিংহাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
 
ডা. আবুল কাশেমের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, বিশিষ্ট চিকিৎসক আবুল কাশেমের মৃত্যুর সংবাদ শুনে আমি অনেক মর্মাহত হয়েছি। শোক বার্তায় সাবেক রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পৃথক বার্তায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল মাহমুদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।