ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘ডাইনি-রক্তপিপাসু খালেদার ক্ষেত্রেই মানায়’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
‘ডাইনি-রক্তপিপাসু খালেদার ক্ষেত্রেই মানায়’ ড. হাছান মাহমুদ

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অতীতের কর্মকাণ্ডের জন্য পৌরণিক কাহিনীর ডাইনি, রক্তপিপাসু হিংস্র হায়েনার বর্তমান প্রতিরূপ হচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। এসব  শব্দ কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য।



ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্যের জবাবে শনিবার (০২ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা, ২০১৫ সালে বিএনপি-জামায়াতের জঙ্গি-সন্ত্রাসীদের দিয়ে দেশব্যাপী হিংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিলেন তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।

‘খালেদা জিয়ার ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে মানুষের সঙ্গে পশু-পাখি,গাছপালা এমনকি সরকারি স্থাপনাও বাদ যায়নি। ’

‘সরকার রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার প্রতিবন্ধকতা হল খালেদা জিয়া ও তার দল। প্রকৃতপক্ষে চলনে-বলনে,বেশভূষায় তিনিই (খালেদা জিয়া) সম্রাজ্ঞীর প্রতিরূপ। ’

সাবেক বনমন্ত্রী বলেন, ‘শিগগির সরকারের পরিবর্তন হবে’ খালেদা জিয়ার এমন বক্তব্যই স্পষ্ট করে দেয় যে, তার ষড়যন্ত্র থেমে নেই। ’

‘রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কেবল নির্বাচনে জয়লাভের মধ্য দিয়েই সম্ভব। বাংলাদেশে পরবর্তী নির্বাচন ২০১৯ সালে। আসলে খালেদা জিয়া ষড়যন্ত্র করে অগণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতায় যেতে চাইছেন। ’

সরকারের কর্মকাণ্ড নিয়ে খালেদার সমালোচনার প্রেক্ষিতে তিনি বলেন, দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আপনার (খালেদা জিয়া) প্রতি অনুরোধ, দয়া করে দেশের উন্নয়নের এ তথ্যগুলো জানুন। অযথা মিথ্যাচার থেকে বিরত থাকুন। ’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সদস্য এসএম কামাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।